বাংলা ছবির ইন্ডাস্ট্রির জন্য এ বছরের পুজোটা ছিল মনে রাখার মতো, একসঙ্গে চার চারটে বিগ বাজেট ছবি মুক্তি পেয়েছে বাংলায়। ব্যবসার নিরিখেও ভালোই চলেছে চারটি ছবি। এক সপ্তাহ পর কে কেমন বাণিজ্য করল, চোখ বুলোনো যাক এক নজরে।
চারটি ছবির মধ্যে সবচেয়ে এগিয়ে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'দশম অবতার'। এসভিএফ এর তরফে জানানো হয়েছে, প্রথম ছ দিনে সওয়া ৪ কোটির ব্যবসা করেছে অনির্বাণ-প্রসেনজিৎ জুটির ছবিটি।
দ্বিতীয় স্থানে দেব অভিনীত 'বাঘাযতীন'। বক্স অফিসে প্রথম ৫ দিনে ৩ কোটি টাকার ব্যবসা করেছে দেবের ছবিটি।
তালিকায় তৃতীয় স্থানে শিবপ্রসাদ নন্দিতা রায় পরিচালিত থ্রিলার ঘরানার 'রক্তবীজ'। ছ'দিনে ২.৩৭ লক্ষ টাকার ব্যাবসা করেছে ছবিটি।
অরিন্দম শীল পরিচালিত, কোয়েল মল্লিক অভিনীত 'জঙ্গলে মিতিন মাসি' ছবিটি ব্যবসা করেছে সওয়া এক কোটি টাকার।