দিন দশেক আগে মুক্তি পেয়েছে দেব (Dev)-রুক্মিণীর (Rukmini) 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' (Byomkesh)। ছবি মুক্তির অনেক আগে থেকেই সে ছবি নিয়ে বিস্তর আলোচনা ছিল। সত্যান্বেষীর চরিত্রে দেব এবং সত্যবতীর চরিত্রে সত্যবতীকে কতটা মানাবে, সে নিয়ে তো নানা মত, পালটা মত ঘুরে বেরিয়েছে দর্শকদের মধ্যে। মুক্তির দশ দিন পর অবশ্য এক কথায় বলা যায় দেবের ব্যোমকেশ বক্স অফিসে মুখ থুবড়ে তো পড়েইনি, বরং বেশ ভালোই ব্যবসা করেছে।
প্রথম সপ্তাহে ১ কোটি ৮০ লক্ষ টাকার কালেকশন সেরেছে দেব-রুক্মিণীর ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। তবে কি না, দেবের রিপোর্ট কার্ড ভাল হলেও এখনও ক্লাসের ফার্স্ট বয় আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। বক্স অফিসে তাঁকে টেক্কা দিতে পারেননি দেব।
সাত দিনে আবির চট্টোপাধ্যায় অভিনীত ২০১৮য় মুক্তি পাওয়া ‘ব্যোমকেশ গোত্র’র আয় ছিল ৯৪ লক্ষ টাকা। সেই জায়গায় দেব আটকে মাত্র ৭৭ লক্ষে।