বলিউডে (Bollywood) বড় চমক । আর সেই চমক দিতে চলেছেন পরিচালক জোয়া আখতার (Joya Akhtar) । সিনেমা একটাই । কিন্তু, সেখানে এক নয়, তিন তারকা সন্তানকে একসঙ্গে দেখা যাবে । নেটফ্লিক্সে শীঘ্রই মুক্তি পেতে চলেছে 'দ্য অর্চিস' (The Archies)। আর এই সিনেমাতেই ডেবিউ করছেন শাহরুখ কন্যা সুহানা খান (Suhana Khan), বনি-শ্রীদেবী কন্যা খুশি কাপুর (Khushi Kapoor) ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা (Agastya Nanda) । মুক্তি পেল সিনেমার প্রথম ঝলক ।
কমিক বইয়ের চরিত্র আর্চি অ্যান্ড্রুজ এবং তাঁর বন্ধুদের এখন ওটিটি (OTT) প্ল্যাটফর্মে ভারতীয় ছবির সংস্করণে দেখা যাবে । জোয়া আখতারের পরিচালনায়, নেটফ্লিক্সের (Netflix) অ্যাকশন মিউজিক্যাল ‘দ্য অর্চিস’ ১৯৬০-এর প্রেক্ষাপটে তৈরি । সম্প্রতি ছবি টিজার ও পোস্টার মুক্তি পেয়েছে । নেটফ্লিক্স ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল দ্য আর্চিস ফিল্মের প্রথম-লুক পোস্টার শেয়ার করা হয়েছে । শোনা যাচ্ছে, অগস্ত্যকে দেখা যাবে আর্চি অ্যান্ড্রুজের ভূমিকায়, আর খুশি এবং সুহানাকে দেখা যাবে বেটি এবং ভেরোনিকার চরিত্রে । এছাড়াও ছবিতে ওই কমিকসের বাকি জনপ্রিয় চরিত্রে অভিনয় করছেন মিহির আহুজা, ডট, বেদাঙ্গ রায়না, যুবরাজ মেন্ডা । টিজারে প্রত্যেকের সঙ্গে পরিচয় করে দেওয়া হয়েছে দর্শকদের ।
ছবির পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অমিতাভ বচ্চন । সেইসঙ্গে, নাতিকে শুভেচ্ছা জানিয়েছেন, আশীর্বাদ করেছেন । এই ছবিটি আপাদমস্তক মিউজিক্যাল ড্রামা । সঙ্গে থাকছে টিনএজ রোম্যান্স, বিরহ, বিদ্রোহ । স্টার কিডদের ডেবিউ ফিল্ম নিয়ে উৎসাহী দর্শকরাও ।