প্রতারণা মামলায় ফের শিয়ালদহ কোর্টে হাজিরা দিলেন বলিউড অভিনেত্রী জারিন খান (Zareen Khan)। চলতি মাসে এই নিয়ে দু'বার শিয়ালদহ কোর্টে হাজিরা দিলেন সলমনের নায়িকা জারিন।
কলকাতার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে আর্থিক প্রতারনার অভিযোগ উঠেছিল অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে। একাধিকবার হাজিরা না দেওয়ার কারণে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল কলকাতা হাইকোর্ট।
শেষ পর্যন্ত গত ১১ ডিসেম্বর সশরীরে আদালতে হাজিরা দিয়ে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন জারিন। ৩০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়ার পাশাপাশি এদিনের শুনানিতেও সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতোই মঙ্গলবারে আদালতে আসেন জারিন।
আরও পড়ুন - সৌরভ-দর্শনার প্রথম বড়দিন, কী করলেন নবদম্পতি?
উল্লেখ্য, ২০১৮ সালে উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার ৬টি কালীপুজোর উদ্বোধন করার চুক্তি করে ১২ লক্ষ টাকা অগ্রিম নিয়েছিলেন অভিনেত্রী জারিন খান। কলকাতায় নির্ধারিত একটি শোতে উপস্থিত না হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল ওই ইভেন্ট ম্যানেজমেন্ট টিম।