ক্রিকেট, হকি নিয়ে তো বলিউডে (Bollywood) অনেক সিনেমা হয়েছে । তবে, এই প্রথম সুমো কুস্তি হিন্দিতে ছবি তৈরি হতে চলেছে । গল্পের কেন্দ্রে থাকবেন দেশের প্রথম মহিলা সুমো কুস্তিগির হেতল দবে (Hetal Dave) । তাঁর জীবনী নিয়েই সিনেমা । নাম ‘সুমো দিদি’ (Sumo Didi)। মুখ্য চরিত্রে অভিনয় করবেন স্বয়ং হেতলই । এই সিনেমার অধিকাংশ দৃশ্যের শুটিং হচ্ছে কলকাতায় ।কলকাতার (Kolkata) বিভিন্ন অঞ্চলে শুটিং চলছে । বিধাননগর ফোর্স অ্যাকাডেমিতেও শুটিং হচ্ছে । ২৫ জুন পর্যন্ত কলকাতায় ছবির শুটিং চলবে । তারপর, 'সুমো দিদি'-র টিম উড়ে যাবে মুম্বই । জাপানেরও শুট করা হবে বলে খবর ।
ছবির পরিচালক জয়ন্ত রোহতগি । প্রযোজনায় ‘ফ্রেশ লাইম ট্রিগার’। পরিচালক জানিয়েছেন, হেতলের জীবনের ওঠা-পড়া সিনেমায় ফুটিয়ে তুলতে চান তিনি । ক্রিকেট, হকি নিয়ে আগে যত সিনেমা হয়েছে, সেগুলি বেশ প্রশংসিত হয়েছে । সুমো কুস্তি নিয়ে এই সিনেমা দর্শকদের মধ্যে কতটা জায়গা করে নেয়, সেটাই দেখার ।