তিনি স্যাম মানেকশর (Sam Manekshaw)। ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে এক অত্যন্ত জনপ্রিয় সৈনিক এবং দ্বিতীয় ভারতীয় সেনা যিনি ফিল্ড মার্শাল পদেও নিযুক্ত হয়েছিলেন। তাঁর জীবনকেই পর্দায় ফুটিয়ে তুলেছেন অভিনেতা ভিকি কৌশল। ছবির নাম 'স্যাম বাহাদুর', উড়ির পর আবার ভিকির গায়ে দেখা গিয়েছে সেনাবাহিনীর উর্দি।
তাঁর এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল বেজায়। ১লা ডিসেম্বর ছবি মুক্তি পাওয়ার পরেই হল ভরিয়ে দিয়েছেন দর্শকেরা। মেঘনা গুলজার পরিচালিত এই ছবি দেখে হল থেকে বেরোনোর সময়, দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
JEET: টলিউডের 'The BOSS', জন্মদিনে বাড়ির সামনে ভক্তদের ঢল, কিং-এর কায়দায় ব্যালকনি থেকে হাত নাড়লেন জিৎ
কেউ বলছেন, ‘স্যাম বাহাদুর, সত্যি সত্যিই স্যাম বাহাদুর।’ শুরু থেকে শেষ জান লাগিয়ে কাজ হয়েছে। এই ছবিকে শিক্ষণীয় এবং তথ্যভিত্তিকও বলেছেন কেউ কেউ। আবার কারও কথায় এই ছবি সকলের দেখা উচিত। কোনও কোনও দর্শক তো ভিকির দিক থেকে চোখই ফেরাতে পারেননি।