এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বিদ্যুৎ জামওয়ালের বেশ কয়েকটি ছবি, যেখানে অভিনেতার গায়ে জামাকাপড়ের লেশমাত্র নেই। পাহাড়ি ঝর্নার নিচে কখনও তিনি স্নান করছেন, কখনও জলে পা ডোবাচ্ছেন, কখনও তাঁকে দেখা গিয়েছে স্নানের পর সূর্যপ্রণাম করতে, আবার কখনও বস্ত্রহীন অবস্থায় রান্না করছেন তিনি।
এই সমস্ত ছবি শেয়ার করে অভিনেতা জানিয়েছেন, তিনি জন্মদিনে মিটাইম কাটাচ্ছেন। প্রতিবছরই, ৭ থেকে ৯দিন সময় অভিনেতা একান্তে নিজের সঙ্গে কাটান৷ এই গোটা জার্নিতে অধিকাংশ সময় নগ্নই থাকবেন অভিনেতা। তাঁর মতে, এতে মানসিক স্বাস্থ্য ভাল থাকে। অ্যাকশন কিং এই অভিনেতা বলিউডে বেশ বেছে বেছেই ছবি করেন। শরীর সম্পর্কেও বিদ্যুৎ খুব সচেতন। জীবনের ৪৩ তম জন্মদিনে এই সাহসী পদক্ষেপের জন্য তাঁকে শুভেচ্ছায় ভরিয়েছেন নেটবাসী।