২০০৭ সালে 'ভুল ভুলাইয়া'(‘Bhool Bhulaiyaa’) সিনেমার 'মঞ্জুলিকা'(Manjulika) আজও দর্শকদের মনে টাটকা । একইসঙ্গে 'মঞ্জুলিকা'-র চরিত্রে বিদ্যা বালানের(Vidya Balan) দুর্দান্ত অভিনয়ের সাক্ষ্মী থেকেছেন দর্শকরা । শোনা যাচ্ছে, ১৫ বছর পর ফের 'ভুল ভুলাইয়া'-এর সিক্যুয়েলে 'মঞ্জুলিকা' চরিত্রে ধরা দিতে চলেছেন বিদ্যা বালান ।
‘ভুল ভুলাইয়া টু’-এর ঘোষণা হয়েছিল অনেকদিন আগেই । মুখ্য চরিত্রে অভিনয় করছেন কার্তিক আরিয়ান ও কিয়ারা আদবানি । এদিকে, ছবিতে বিদ্যা বালান থাকছেন কি না সেই বিষয়ে পরিচালক আনিজ বাজমি(Aneez Bazmee) জানিয়েছেন, মঞ্জুলিকা তাঁর প্রিয় চরিত্র । ছবিটা যখন ভুল ভুলাইয়া, তখন ‘ভুল ভুলাইয়া টু’-তেও থাকতে হবে বিদ্যা বালানকে । বাকিটা ক্রমশ প্রকাশ্য ।
ছবিতে এক প্রধান চরিত্রে রয়েছেন তব্বু(Tabbu) । ২০২২-এর ২৫ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে 'ভুল ভুলাইয়া টু' ।