দাদা সাহেব ওয়াহিদা রেহমান (Waheeda Rehman)। বর্ষীয়ান অভিনেত্রীকে ভারতীয় সিনেমার সর্ব্বোচ্চ সম্মানে ভূষিত করল কেন্দ্র। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন , চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য কিংবদন্তি এই অভিনেত্রীকে মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-এ ভূষিত করা হচ্ছে।
ওয়াহিদের জন্ম দক্ষিণ ভারতে। তাঁর শুরুটা ছিল দক্ষিণী ছবির হাত ধরেই। বাবার মৃত্যুর পর সংসারে শুরু হয় প্রবল টানাটানি। তখন থেকেই অন্য খাতে ওয়াহিদের জীবন। ১৯৫৬ সালে গুরু দত্তের 'CID' ছবি দিয়ে বলিউডে পা রাখেন অভিনেত্রী। কিন্তু তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ২০১১ সালে তিনি পান 'পদ্মবিভূষণ' পুরস্কার।