'ভুল ভুলাইয়া' ছবির ছোটা পণ্ডিতের মতো সেজে ভিডিয়ো পোস্ট করছিলেন উরফি জাভেদ (Uorfi Javed)। সেই ভিডিয়োর কারণেই এবার ই-মেইল মারফত প্রাণনাশের হুমকি পেলেন সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি। হুমকি সংক্রান্ত ইমেলের স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি।
মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় ওই ইমেইলের স্ক্রিনশট পোস্ট করে উরফি লেখেন, এদেশের মানুষের কাণ্ড দেখে আমি স্তম্ভিত। একটি সিনেমার চরিত্রের মতো সাজার জন্য আমাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। অথচ সিনেমায় আসল চরিত্রটিকে নিয়ে কোনও সমস্যা হয়নি।'
আরও পড়ুন - সাদামাটা পোশাক, গায়ে গামছা, মেট্রো স্টেশনে দাঁড়িয়ে রাজ বললেন, এখনও পর্নের সঙ্গে যুক্ত !
উরফির ওই পোস্টে দেখা যায়, নিখিল গোস্বামী নামের এক ব্যক্তি ইমেইল করেছেন উরফিকে। লেখা, 'যে ভিডিয়ো আপলোড করেছো সেটা ডিলিট করে দাও। না হলে খুন হতে খুব বেশি সময় লাগবে না।'
আরও একটি স্ক্রিনশট পোস্ট করেন উরফি। সেখানে রূপেশ কুমার নামে আরও এক ব্যক্তি হিন্দু ধর্মকে অপমান করার জন্য অভিনেত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।
উল্লেখ্য, আর কদিন বাদেই ভুত চতুর্দশী। সব জায়গায় শুরু হচ্ছে হ্যালোইনের প্রস্তুতি। বলিউডের একটি জনপ্রিয় চরিত্র ভুলভুলাইয়ার ‘ছোটে পণ্ডিত’। রাজপাল যাদব অভিনয় করেছিলেন এই চরিত্রে। সারা গায়ে সিঁদুর, কানে গোঁজা ধূপকাঠি, লম্বা টিকি, গলায় গাঁদা ফুলের মালা পরে রাজ পালের লুক রিক্রিয়েট করেছিলেন উরফি।