তিন বছরের অপেক্ষার অবসান। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut ) অভিনীত ছবি 'তেসজ' (Tejas)। রবিবার, এয়ারফোর্স ডের দিন এয়ার পাইলটদের শ্রদ্ধা জানিয়ে মুক্তি পেল অ্যাকশনে ভরপুর এই ছবির ট্রেলার। সর্বেশ মেওয়ারা পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছে আগামী ২৭ অক্টোবর।
ট্রেলারে দেখা গিয়েছে পাকিস্তানি জঙ্গিরা অপহরণ করেছে ভারতীয় এক ইঞ্জিনিয়ারকে। যার কাছে রয়েছে ভারত সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। ওই জঙ্গিদের আটকানোর জন্য মিশনে পাঠানো হয়েছে কঙ্গনাকে। যিনি বায়ুসেনা অফিসার তেজস গিলের চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারে ফুটে তাঁর এই মিশনের কয়েকটি ঝলক। যেখানে গিলের চরিত্রের আত্মবিশ্বাস, দৃঢ়তা ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী।
আরও পড়ুন - থামার নাম করছে না 'জওয়ান'এর বিজয়রথ, ১১০০ কোটির ক্লাবে শাহরুখের ছবি
আরএসভিপি প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়া থেকে এই ট্রেলারটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা, শত্রু দমনের যুদ্ধ এবার আকাশ পথে। এটা ভারতবর্ষ, যার দিকে তাকালে ছেড়ে কথা বলা হয় না। আকাশপথে যারা যুদ্ধ করেন তাঁদের ভারতীয় বায়ুসেনা দিবসের শুভেচ্ছা। তেজস মুক্তি পাচ্ছে ২৭ অক্টোবর।'