শিবরাত্রিতে সুখবর। প্রকাশ্যে এল দীপিকা প্রভাসের আসন্ন ছবি 'প্রজেক্ট কে' (Project K) এর মুক্তির দিন। ছবিতে অভিনয় করবেন বিগবি অমিতাভ বচ্চনও। ছবির নতুন পোস্টার শেয়ার করে, মুক্তির দিন ঘোষণা করল নির্মাতারা। নাগ অশ্বিন পরিচালিত এই ছবি ২০২৪ সালের ১২ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা৷
প্রভাস নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'তারিখটা হল ১২-১-২৪। প্রজেক্ট কে। মহা শিবরাত্রির শুভেচ্ছা।' এই ছবি তামিল, তেলেগু এবং হিন্দিতে মুক্তি পাবে। নাগ অশ্বিন পরিচালিত এই ছবির প্রযোজক 'বৈজয়ন্তী মুভিজ'।