দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেল 'সাবাশ মিঠু' (Shabaash Mithu)-র ট্রেলার । মিতালির জীবনের টুকরো টুকরো ছবি উঠে এল ট্রেলারে । ক্রিকেট যে শুধু জেন্টালম্যানদের খেলা নয়, ট্রেলারে বার্তাই দিতে চাইলেন সৃজিত মুখোপাধ্যায় । ক্রিকেটার হওয়ার জেদ, উচ্চাকাঙ্খা,'জেন্টালম্যানস গেম-কে'এক নতুন সংজ্ঞা দেওয়া...এক লড়াকু মিতালির জার্নির গল্প বলল সিনেমার ট্রেলার (Shabaash Mithu Trailer) । মুখ্য চরিত্রে তাপসী পান্নু (Tapsee Pannu) ।
দু'মিনিটের ট্রেলারের শুরু মিতালির ছোটবেলার গল্প দিয়ে । মিতালির ক্রিকেট জীবনে অনেকটা ভূমিকা নিয়েছেন তাঁর কোচ । ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসাকে প্রথম প্রত্যক্ষ করেছিলেন মিতালির কোচ । তারপর থেকেই মিতালির প্রতিভাকে কাজে লাগানোর জন্য বরাবর উৎসাহ দিয়েছেন । প্রশিক্ষণের পর মিতালি জাতীয় ও আন্তর্জাতিক দলে জায়গা পান । মহিলা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কও হন । কিন্তু, মাঝের পথটা সহজ ছিল না । কারণ, আজ থেকে দু-দশক আগেও মহিলা ক্রিকেটের চেহারাটা এমন ছিল না । বারবার অবেহলিত হয়েছে মহিলা ক্রিকেট । সেই ছবি ফুটিয়ে তোলা হয়েছে সিনেমায় ।
‘ওম্যান ইন ব্লু’র সেই স্ট্রাগলের সেই কাহিনি পর্দায় ফুটে উঠবে । ট্রেলারের একটি বার্তা দেওয়া হয়েছে যে, 'আপনি যদি আপনার চিন্তাভাবনা পরিবর্তন করতে পারেন, তাহলে গেমটাও পরিবর্তন করতে সময় লাগবে না ।'মিতালি রাজের ভূমিকায় তাপসীকে ভালই মানিয়েছে । ট্রেলারে তাঁর পারফরম্যান্সের অসাধারণ কিছু ঝলক দেখতে পাওয়া গিয়েছে । ছবির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায় । সিনেমাটি ১৫ জুলাই মুক্তি পাবে বড় পর্দায় ।