প্রকাশ্যে এল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি 'সাবাশ মিঠু'-র (Shabaash Mithu)অফিসিয়াল টিজার (Official Teaser)। ক্রিকেটার মিতালি রাজের জীবনী নিয়ে তৈরি হচ্ছে ছবিটি । মুখ্য চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu)।
ভারতীয় ক্রিকেটে মিতালি রাজের অবদান কতটা, তার ঝলক রয়েছে টিজারে । পরপর ৭টি আন্তর্জাতিক এক দিনের ক্রিকেটের প্রতিটি ম্যাচে অর্ধ শতরান । ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ৪টি বিশ্বকাপ খেলেছেন মিতালি । মিতালির চরিত্রে অনবদ্য তাপসী । টিজারের ঝলকে ব্যাট হাতে ক্রিকেট মাঠে দেখা গেল তাপসীকে । দেখে মনে হবে যেন মিতালিকেই মাঠে দেখছি আমরা ।
আরও পড়ুন, Sonam Kapoor Pregnancy : মা হতে চলেছেন সোনম কাপুর, বেবি বাম্পের ছবি শেয়ার করলেন অভিনেত্রী
প্রিয়া আভেনের লেখা ছবির শুটিং শেষ হয়েছে গত মসেই । ছবির কিছু অংশের শুটিং হয়েছে লন্ডনের লর্ডসের মাঠে । ছবির প্রযোজক সংস্থা ভায়াকম এইট্টিন । উল্লেখ্য, নারী দিবসেই ছবির নতুন পোস্টার প্রকাশ্যে এসেছিল ।