১৫ জুলাই ছবি মুক্তি । তাই জোরকদমে 'সাবাশ মিঠু'-র (Shabaash Mithu) প্রচার শুরু করে দিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) । সম্প্রতি, কলকাতায় (Kolkata) প্রচার সারলেন তাঁরা । সিনেমা যখন ক্রিকেট নিয়ে,তখন প্রচারের জন্য ইডেন গার্ডেন্সকেই (Eden Gardens) বেছে নিয়েছিলেন সৃজিত । সঙ্গে ছিলেন মিতালি রাজ (Mithali Raj) ও তাপসী পান্নু (Tapsee Pannu) । সৃজিত সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবিও শেয়ার করে নিয়েছেন ।
শনিবার শহরে পা দিয়েই সোজা ইডেনে আসেন তাপসী ও মিতালি (Tapsee and Mithali in Eden) । ইডেনে এসে মিতালি তাঁর ভাললাগা সবার সঙ্গে শেয়ার করে নেন তিনি । বলেন, "ইডেন গার্ডেন্স ক্রিকেটের অন্যতম আঁতুরঘর । যখনই এখানে আসি, খুবই ভাল লাগে । এখানে খেলা মানে সত্যিই একটা বড় পাওয়া,আর অনেকটা সম্মানের । 'সাবাশ মিঠু'-র প্রচারে এখানে আসতে পেরে ভাল লাগছে । "
ইডেন তাপসীর ছোটবেলার স্মৃতিকে উসকে দিয়েছে । তিনি কখনও ভাবতে পারেননি ছবির প্রচারের জন্য ইডেনে আসবেন অভিনেত্রী । বলেন, "ইডেন গার্ডেন্সের অনেক ম্যাচ টিভিতে দেখেছি । আজ এখানে আসতে পেরে ভীষণ ভাল লাগছে । কখনও ভাবিনি একটা ছবির প্রচারে এখানে আসব । খেলার দুনিয়ার এই জায়গাটার ইতিহাস বোঝা আর জানা সত্যিই একটা অন্যরকম অভিজ্ঞতা ।"
আরও পড়ুন, New Film 'Kolkata 96' : সৌরভের জন্মদিনে 'কলকাতা ৯৬'- এর লোগো রিলিজ রাহুলের, কোন গল্প বলবে এই ছবি ?
অন্যদিকে, ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় কী বলছেন ?পরিচালকের বক্তব্য,"আমার মনে হয়, সবসময় ইনিংস ঘরের মাঠ থেকেই শুরু করা উচিত । এখানে ছবির প্রচারে আসতে পারা গর্বের ও সম্মানের ।" সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সৃজিত ক্যাপশনে লিখেছেন, "লর্ডসে শুটিং থেকে ইডেন গার্ডেন্সে সিনেমার প্রচার– ‘সাবাশ মিঠু’ দিয়ে একে একে স্বপ্ন পূরণ হচ্ছে ।"
১৫ জুলাই মুক্তি পাচ্ছে 'সাবাশ মিঠু'। ভায়াকম ১৮ স্টুডিও এই ছবিটি প্রযোজনা করেছে । 'ওম্যান ইন ব্লু'-এর গল্প বলবে এই সিনেমা ।