টিনসেলটাউনে সম্পর্ক যেমন গড়ে ওঠে তেমন আবার কত সম্পর্ক ভেঙেও যায়। কখন কার মন কোথায় ভাঙে সে আওয়াজ আর কোথায় পাই আমরা? কিন্তু সম্প্রতি জোর জল্পনা চলছে বলিউড পাওয়ার কাপল তামান্না ভাটিয়া আর বিজয় বর্মার ব্রেকআপ হয়েছে। কিন্তু কেন ভাঙল তাঁদের প্রেম? এই প্রশ্নই এখন ঘুরছে সকলের মনে। অনেকে আবার বলছেন, তামান্না নাকি খুব তাড়াতাড়ি বিয়ে করে নিতে চেয়েছিলেন আর তাতেই নাকি বেশ চাপে পড়ে গিয়েছিলেন বিজয়। সেই কারণেই দুজনেই বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সম্পর্ক ভাঙলেও বন্ধুত্বে কোনও ছেদ পড়বে না। দু'জনে শুধুই বন্ধু রয়ে যাবেন আজীবন ।
যদিও তামান্নার জীবনে এটি প্রথম বিচ্ছেদ এমনটা কিন্তু নয়। বলিপাড়া সূত্রে খবর, বিজয়ের আগেও একাধিক ব্যক্তির সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী তামান্না ভাটিয়ার। সেই তালিকায় রয়েছেন কিন্তু বিরাট কোহলিও। ২০১২ সালে একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন তামান্না আর বিরাট। এরপরেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। যদিও বেশিদিন স্থায়ী হয়নি সেই সম্পর্ক। সেই সময় এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তামান্না।
যদিও বহু বছর পর এক ইন্টারভিউতে তামান্না জানান, 'লোকজন যা খুশি তাই বলে। আমরা একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করেছিলাম। তার পর আমাদের মধ্যে কোনও কথাই হয়নি।' বিরাট ছাড়াও পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রাজ্জাকের সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর। ২০১৭ সালে দুবাইয়ের এক গয়নার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল।
পাক ক্রিকেটারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খোলেননি তামান্না। এরপর জোর গুঞ্জন আমেরিকার এক চিকিৎসকের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়ে পড়েন তামান্না। যদিও এরপর এসব নিয়ে খুব বিশেষ মুখ খোলেননি অভিনেত্রী। তিনি বলেন, ভালবাসায় বিশ্বাস করেন। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এই ধরনের আজেবাজে কথা তিনি মেনে নিতে পারবেন না।
এরপর এক তামিল অভিনেতা কার্তির সঙ্গেও তামান্না সম্পর্কে রয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও, তা গুজব বলে উড়িয়ে দেন তারকা অভিনেত্রী। কিন্তু এক পডকাস্টে তমান্না জানিয়েছিলেন, প্রেমে দু'বার আঘাত পেয়েছিলেন তিনি। তবে, কোনও প্রাক্তনকেই ঘৃণা করেন না । বরং অভিজ্ঞতার থেকে শিক্ষা নেন।