এক দশক চুটিয়ে প্রেম করার পর অবশেষে প্রিয় মানুষটির গলায় মালা পরালেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। গত ২৩ মার্চ উদয়পুরে দীর্ঘদিনের প্রেমিক তথা ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তাপসী।
জানা গিয়েছে, শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের উপস্থিতে খুব ঘরোয়া ভাবে বিয়ে সেরেছেন তাপসী। বলিপাড়ার তারকাদের মধ্যে অনুরাগ কাশ্যপ এবং কণিকা ধিলোন সহ বেশ কয়েজনও উপস্থিত ছিলেন এই বিয়েতে।
আরও পড়ুন - বিজেপির প্রার্থী তালিকায় বড় চমক, হিমাচলের মান্ডি থেকে লড়বেন কঙ্গনা রানাউত
যদিও অনুষ্ঠানিক ভাবে বিয়ের কথা ঘোষণা করেননি অভিনেত্রী। তবে, নববিবাহিত এই দম্পতির ছবি শেয়ার করেছেন তাপসীর অত্যন্ত কাছের বন্ধু পাভেল গুলাটি। ক্যাপশনে লিখেছেন, 'টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, উই হ্যাভ নো আইডিয়া হোয়্যার উই আর!' যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় তিনি বলতে চান না কোথায় রয়েছেন তাঁরা।