দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা(Coronavirus) সংক্রমণ । করোনা থাবা বসিয়েছে বলিউডেও(Bollywood) । একের পর এক শিল্পীর করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে । এবার করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর(Swara Bhasker) । সোশ্যাল মিডিয়ায় নিজেই নিজের অসুস্থতার কথা জানিয়েছেন স্বরা । আপাতত বাড়িতেই কোয়ারানটিনে রয়েছেন অভিনেত্রী ।
স্বরা জানিয়েছেন, ৫ জানুয়ারি তাঁর শরীরে কোভিডের(Covid) উপসর্গ দেখা দেয় । এরপর পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে । এই মুহূর্তে অভিনেত্রী ও তাঁর পরিবার বাড়িতেই আইসোলেশনে রয়েছেন । প্রয়োজনীয় সমস্ত সতর্কতা অবলম্বন করছেন স্বরা । গত কয়েকদিন যাঁরা তাঁর সংস্পর্শে এসেছে, তাঁদের প্রত্যেককে করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী । সেইসঙ্গে প্রত্যেককে ডবল মাস্ক পরার অনুরোধ করেছেন ।
আরও পড়ুন, Tollywood: টলিউডে করোনা ঝড়! সপরিবারে আক্রান্ত সোহম, কোভিড পজিটিভ অগ্নিমিত্রা, মিথিলা
গত বছর শেষ থেকেই বি-টাউনে করোনা আক্রান্তের তালিকায় একের পর এক নাম বেড়েই চলেছে । করিনা কাপুর(Kareena Kapoor), অর্জুন কাপুর(Arjun Kapoor) থেকে শুরু করে জন আব্রাহাম(John Abraham), সোনু নিগম(Sonu Nigam), একতা কাপুর(Ekta Kapoor) করোনায় আক্রান্ত হয়েছেন । এবার সেই তালিকায় জুড়ল স্বরা ভাস্করের নামও ।