ওয়েব সিরিজ 'তালি'-র (Taali) পোস্টার মুক্তি পেতেই ঘৃণাভরা মন্তব্যের শিকার হয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। সম্প্রতি এমনটাই জানালেন অভিনেত্রী। একটি জাতীয়স্তরের এক সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন অভিনেত্রী। সেখানেই নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি।
সুস্মিতার কথায়, সিরিজের পোস্টারে শুধু তাঁর মুখ আর তালির ছবি ছিল। আর এটুকু দেখেই তাঁর কমেন্ট বক্সে উপচে পড়েছিল ঘৃণাভরা মন্তব্য। এমনকি অভিনেত্রীর এই লুক দেখে তাঁকে 'এই ছক্কা' বলে আওয়াজ দেওয়া হয়েছিল বলেও জানান সুস্মিতা।
আরও পড়ুন - ডুয়ার্সের জঙ্গলে 'অরণ্যের দিনরাত্রি', এবার গল্প শুধুই- মেয়েদের
অভিনেত্রী আরও জানিয়েছে, এহেন কমেন্টে মানসিক ভাবে আঘাত পান তিনি। একই সঙ্গে সেদিন উপলব্ধি করেন, নিত্যদিন ট্রান্সজেন্ডার কমিউনিটিকে কতটা হেনস্তার শিকার হতে হয়।