বলিউডে বিয়ের সানাই। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর অবশেষে রবিবাসরীয় সন্ধেয় গাঁটছড়া বাঁধতে চলেছে সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। গত কয়েকদিন ধরেই সাজো সাজো রব। ইতিমধ্যেই সোনাক্ষী আর জাহিরের মেহেন্দী অনুষ্ঠান মিটেছে। এখন অপেক্ষা শুধু সাত পাকে বাঁধা পড়ার।
বিয়ের আগের দিন প্রকাশ্যে এসেছে সোনাক্ষী জাহিরের মেহেন্দি অনুষ্ঠানের ছবি | দম্পতির মেহেন্দি অনুষ্ঠানের একটি অভ্যন্তরীণ ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে নানা অনুষ্ঠান |
ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে সোনাক্ষী-জাহিরের বিয়ের কার্ডের ছবি । কয়েক দিন আগে ব্যাচেলার পার্টিও সেরে ফেলেছেন সলমনের নায়িকা । গ্লিটারি শর্ট ড্রেসে আগুন ঝড়িয়েছেন তিনি । আবার ফাদার্স ডে-তে জাহিরের বাড়িতেও উদযাপন করতে দেখা গিয়েছে ।