Sonakshi-Zaheer Wedding : সলমনই ঘটক ! সোনাক্ষী-জাহিরের প্রেম কীভাবে ? তারকা জুটির বিয়ের খুঁটিনাটি, জানুন

Updated : Jun 17, 2024 06:32
|
Editorji News Desk

'সাডি জোড়ি ব্লকবাস্টার'

রুপোলি পর্দায় জুটি বেঁধে এমনটাই বলেছিলেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল । বাস্তব জীবনেও তাঁরা জুটিতে, দু'টিতে চুটিয়ে প্রেম করছেন, তা সকলেরই জানা । তবে, বলিউডে সোনাক্ষী-জাহিরের প্রেম নিয়ে একটা গুঞ্জন ছিলই । যদিও নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি । সাত বছর ধরে একে অপরকে ডেট করছেন । যার প্রতিটা দিন, প্রতিটা মাস আর প্রতিটা মুহূর্ত স্বপ্ন দেখেছেন একটি বিশেষ দিনের । অবশেষে সেই দিনটা তাঁদের জীবনে খুব শীঘ্রই আসতে চলেছে । তাঁদের রূপকথার গল্পে জুড়তে চলেছে নতুন অধ্যায় । বিয়ে করছেন সোনাক্ষী-জাহির । সিনহা ও ইকবাল পরিবারে সানাইয়ের সুর ।

বলিপাড়ায় কানাঘুষো খবর, ২৩ জুন মুম্বইয়ে বসতে চলেছে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ের আসর । ১৯ জুন থেকেই শুরু হয়ে যাবে প্রাক বিবাহ অনুষ্ঠান । বিয়ে উপলক্ষে পাঁচ দিন ধরে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । মুম্বইয়ে এক পাঁচতারা হোটেলেই বিয়ের আসর বসবে ।

গত কয়েকদিন ধরে বলিউডে যে বিয়ে নিয়ে এত চর্চা হচ্ছে, সেই বিয়ের পাত্র ও পাত্রী অর্থাৎ জাহির ও সোনাক্ষীর প্রেমের গল্প শুরু কোথা থেকে, তা নিয়ে কম কৌতূহল নেই নেটিজেনদের মধ্যে । জানা গিয়েছে, হবু বর ও কনে সলমন খানের খুব ঘনিষ্ঠ । শোনা যায়, সলমন খানের এক পার্টিতেই তাঁদের আলাপ । তারপর বন্ধুত্ব ও প্রেম । একসঙ্গে সিনেমায় কাজ করার অনেক আগের থেকেই তাঁরা একে অপরকে চিনতেন । সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের প্রেম আরও গাঢ় হয় । দু'জনের বড়পর্দায় একসঙ্গে সিনেমাও করেন । ডবল এক্সেলে জুটি বেঁধেছিলেন তাঁরা । একসঙ্গে দু'জনে মিউজিক ভিডিওতেও কাজ করেন । চুটিয়ে প্রেমের পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা । 

কিন্তু, সোনাক্ষীর বিয়ের খবর সামনে আসতেই আরও একটা বিষয় নিয়ে জোর চর্চা শুরু হয়েছে । অনেকেই বলছেন, মেয়ে সোনাক্ষীর বিয়েতে মত নেই শত্রুঘ্ন সিনহার । তাঁকে না জানিয়েই বিয়ের দিনক্ষণ নাকি ঠিক করে ফেলেছেন সোনা । শত্রুঘ্ন জানিয়েছিলেন, সংবাদমাধ্যমের কাছ থেকেই তিনি মেয়ের বিয়ের কথা জেনেছেন । আসানসোলের তারকা সাংসদ মেয়ের বিয়ে প্রসঙ্গে বলেন,'আজকালকার বাচ্চারা বাপ-মা’র অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করা, শুধু জানিয়ে দেয়।' তবে, মেয়ের সিদ্ধান্তের উপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন শত্রুঘ্ন । তাঁদের আশীর্বাদ সবসময় সোনা-র সঙ্গে রয়েছে ।

সোনাক্ষীর সঙ্গে আগে বহু বলিউড তারকার সম্পর্কের গুঞ্জন প্রকাশ্যে এসেছিল । সেই তালিকায় ছিলেন অর্জুন কাপুর, শাহিদ কাপুররা । ইকবালের জীবনেও এসেছে একাধিক প্রেম । বলিপাড়া সূত্রে খবর, দক্ষিণী মডেল-অভিনেত্রী দীক্ষা সিংহের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অভিনেতা। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর সানা সইদের সঙ্গেও নাম জড়ায় তাঁর । 

জানা গিয়েছে, ভাইজানের জন্যই জাহিরের সিনেমায় আসা । প্রথম দিকে ক্যামেরার পিছনে কাজ করতেন জাহির । ২০১৯-এ নোটবুক সিনেমায় বলিউডে আত্মপ্রকাশ করেন । অন্যদিকে, সোনাক্ষীরও প্রথম সিনেমা ছিল সলমনের সঙ্গে । দাবাং-এ অভিনয়ের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি সোনাক্ষীকে । সেক্ষেত্রে দু'জনের জীবনেরই অনেকটা অংশ জুড়ে রয়েছেন সলমন । জানা গিয়েছে, দু'জনের বিয়েতে ডান্স ফ্লোর জমিয়ে দেবেন সলমন । 

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সোনাক্ষী এবং জাহিরের বিয়ের কার্ড। ম্যাগাজিনের কায়দান তৈরি হয়েছে কার্ড । যেখানে রয়েছে তারকা জুটির ছবি । আর একটি বার্তা । সেখানে লেখা, 'আমরা এবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করছি যে সব গুজব সত্যি।' বিয়ের কার্ডের সঙ্গে একটা ভয়েস ক্লিপ শেয়ার করা হয়েছে। যেখানে শোনা গিয়েছে, সোনা ও জাহিরের কন্ঠস্বর । অভিনব পদ্ধতিতে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা । 

জানা গিয়েছে অতিথিদের ফরমাল এবং ফেস্টিভ পোশাক পরে আসতে বলা হয়েছে । তবে, লাল রং-এর কোনও পোশাক পরা যাবে না । বলিপাড়া সূত্রে খবর, ফ্যাশন ডিজাইনার আবু জানিরে সারারা পোশাকেই সেজে উঠবেন সোনাক্ষী। মণীশ মালহোত্রার ডিজাইন করা কুর্তায় দেখা যাবে জাহির ইকবালকে । জমকালো অনুষ্ঠানের সাক্ষী থাকবেন আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও বলিপাড়ার বহু তারকারা । তারকা জুটির বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে ।

এডিটরজি বাংলার তরফে সোনাক্ষী ও জাহিরকে নতুন জীবনের আগাম শুভেচ্ছা 

Sonakshi Sinha

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ