তাঁর বিয়ের মৌতাতে হয়তো এখন মেতে রয়েছে রামায়ণ। মেতে রয়েছে গোটা টিনসেল টাউন। থাকবে নাই বা কেন ? কারণ, গত ২৩ জুন বান্দ্রার বিয়ে বাড়ি থেকে সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের যে ছবি সামনে এসেছিল, তাতে মুগ্ধ হয়েছিল নেটপাড়া। রবিবার সেই নেটপাড়ায় সোনাক্ষী নিজেই ঢেলে দিলেন বেশ কিছু সাদা-কালো ছবি। সঙ্গে লিখলেন, মন খারাপ করো না মা।
নেটপাড়ার বাসিন্দারা বলছেন, গত কয়েকদিন ধরে বিয়ে নিয়ে নানা কথা সোশাল মিডিয়ায় পোস্ট করছেন সোনাক্ষী। কিন্তু রবিবার তাঁর পোস্ট সবচেয়ে বেশি আবেগঘন। সোনাক্ষী লিখছেন, এই ছবি বিদায় বেলার। তিনি বাড়ি ছাড়ার আগে মা কাঁদছেন। পুনম সিনহাকে আশ্বাস সোনার আশ্বাস, জুহু থেকে বান্দ্রা মাত্র ২৫ মিনিট।
বাড়ি ফিরে এসে আবার সিন্ধি কারি খাওয়ার আবদার করেছেন সোনাক্ষী। তাঁর বিয়ের নিয়ে অনেক আলোচনা হয়েছে। লভ জিহাদের অভিযোগও করা হয়েছে। রবিবার সিনহা পরিবারের পাশে দাঁড়িয়েছে মুকেশ খান্নাও। তিনি জানিয়েছেন, দুটি মানুষের ভালবাসার সম্পর্ক বিয়ে। তা নিয়ে অহেতুক জোলঘোলার কোনও কারণ নেই।