হিন্দি টেলিভিশনের গানের এক রিয়্যালিটি শো Reality Show) থেকেই কেরিয়ারের শুরু করেন গায়িকা উজ্জ্বয়িনী মুখোপাধ্যায় (Ujjaini Mukherjee) । দীর্ঘ ২০ বছর কাটিয়ে দিয়েছেন এই ইন্ডাস্ট্রিতে । কিন্তু, প্রথম দিকে এই গ্ল্যামার দুনিয়ায় তাঁর অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না । যে রিয়্যালিটি শো তাঁর কেরিয়ার গড়তে সাহায্য করেছে, সেই রিয়্যালিটি শো-এর মেন্টর, বিখ্যাত সঙ্গীত পরিচালকের কাছে থেকেই তিনি পেয়েছিলেন কু-প্রস্তাব ! একটি টক শো-তে এসে সেই অভিজ্ঞতাই (Ujjaini Mukherjee shares her experience in Industry) শেয়ার করলেন গায়িকা ।
মাত্র ১৭ বছর বয়সে মুম্বই আসেন উজ্জ্বয়িনী । গায়িকা জানান, রিয়্যালিটি শোয়ে সেই মেন্টর ছিলেন এক নামী সঙ্গীত পরিচালক । তিনি তাঁর ছবিতে উজ্জ্বয়িনীকে গান গাওয়ানোর প্রতিশ্রুতি দেন । এরপর ওই সঙ্গীত পরিচালকের স্টুডিওতে যাতায়াত, গানের প্রস্তুতি চলছিল । সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ একদিন রাত সাড়ে ১২ টা নাগাদ তাঁর ফোন আসে । উজ্জ্বয়িনীর কথায়, স্বাভাবিকভাবে কথা বলছিলেন না পরিচালক । হঠাৎ করেই কুপ্রস্তাবও দিয়ে বসেন । মাঝ রাতে উজ্জ্বয়িনীকে 'আই লভ ইউ' বলেছিলেন ওই পরিচালক । প্রথমে ঘাবড়ে গেলেও উজ্জ্বয়িনী সেদিন তার যোগ্য জবাবও দিয়েছিলেন ।
আরও পড়ুন, Feluda-Topse: তোপসে প্রেম করছে? ফেলুদা ভক্ত বাঙালি মেনে নেবে?
যদিও, পরবর্তীকালে ওই পরিচালকের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ বদলেছে । ব্যবহারেও অনেক পরিবর্তন আসে । উজ্জ্বয়িনীর কথায়, 'আমি ভেবেছিলাম আমাকে দিয়ে আর কখনই গান গাওয়াবেন না উনি । তবে দেড় মাস বাদে নিজেই ফোন করেন সেই সংগীত পরিচালক । ওঁর সিনেমায় গান গাওয়ান ।'