Singer KK Death: মঙ্গলবার সন্ধে গড়াতেই সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছিল কনসার্টের ছবি ভিডিও। নজরুল মঞ্চ মাতিয়ে রেখেছিলেন মানুষটা। গান গাইতে গাইতে মাইক বাড়িয়ে দিচ্ছিলেন দর্শক শ্রোতাদের দিকে। ঘুণাক্ষরেও কেউ টের পাননি, মঙ্গলবার সন্ধের কনসার্ট ই জীবনের শেষ পারফরম্যান্স হয়ে থাকবে সংগীতশিল্পী কেকের (Singer KK)জীবনে। মাত্র ৫৪ বছর বয়সে, কেরিয়ারের মধ্যগগনে মঞ্চ থেকে বিদায় নিলেন কেকে।
নজরুল মঞ্চে গান গাওয়া শেষ হতেই অসুস্থ হয়ে পড়েন গায়ক । তাঁকে CMRI হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘড়িতে তখন রাত সাড়ে ৯টা। হৃদরোগে(Heart Attack) আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে গায়কের, এমনটাই প্রাথমিক অনুমান চিকিৎসকদের ।
রাত বাড়তেই ছড়িয়ে পড়ল কেকের মৃত্যু সংবাদ(KK death)। সারা দেশের সংগীত মহলের পাশাপাশি শহর কলকাতা যেন থমকে গেল। শেষ গানের রেশ এ শহরেই রেখে গেলেন শিল্পী।
নয়ের দশকে এবং তার পরবর্তী এক দশকে বেড়ে ওঠা প্রজন্মের শৈশব, কৈশোর, প্রথম প্রেম, প্রথম বিচ্ছেদ সবের সাক্ষী থেকেছে কেকের গান। সেই মানুষটা এমন করে চলে গেলেন। বিশ্বাস করতে ইচ্ছে হয়, সব যেন মিথ্যে হয় এসব। কিন্ত, সব সত্যিই হয়। আবার সত্যি হয় মুহূর্তগুলোও। এখন এটুকুই সম্বল। -ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল...।