সিড-কিয়ারার বিয়ে (Sidharth-Kiara Wedding) নিয়ে সরগরম বলিউড (Bollywood) । রিল লাইফ কাপল থেকে এবার রিয়েল লাইফ কাপল হওয়ার অপেক্ষা শেষ হতে চলেছে । শেরশাহ জুটিকে বর-কনে হিসেবে দেখার অপেক্ষায় তাঁদের অনুরাগীরা । ইতিমধ্যেই জয়সলমেলের বিলাসবহুল সূর্যগড় প্রাসাদ সেজে উঠেছে । আজ, রবিবার সিড-কিয়ারার প্রাক-বিবাহ অনুষ্ঠান । বর-কনে আগেই পৌঁছে গিয়েছেন জয়সলমের । অতিথিরাও একে একে পৌঁছচ্ছেন । গ্র্যান্ড বিয়ের সাক্ষী থাকতে ইতিমধ্যেই জয়সলমেরে পৌঁছে গিয়েছেন করণ জোহর (Karan Johar), শহিদ কাপুর (Sahid Kapoor), স্ত্রী মীরা কাপুর (Meera Kapoor)। মুম্বইয়ের একটি প্রাইভেট বিমানবন্দরে পাপারাজ্জীদের লেন্সবন্দী হন তাঁরা ।
এদিন, করণ জোহরকে দেখা গিয়েছে কালো পোশাকে । অন্যদিকে, সাদা পোশাকে নজর কেড়েছে শাহিদ-মীরা । কোরিওগ্রাফার শাবিনা খান এবং প্রযোজক আরতি শেট্টিকেও বিমানবন্দরে দেখা গিয়েছে । জানা গিয়েছে, ৫ ফেব্রুয়ারি, আজ সিড-কিয়ারার প্রাক বিবাহের অনুষ্ঠান অর্থাৎ হলদি, মেহেন্দি, সঙ্গীত হবে ।
আরও পড়ুন, Sidharth-Kiara Wedding : ৬ ফেব্রুয়ারি হচ্ছে না বিয়ে, কবে সাত পাকে বাঁধা পড়ছেন সিড-কিয়ারা ?
জানা গিয়েছে, মাত্র ১০০ জনকে নিয়েই বসছে এই বিয়ের আসর । ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরাই বিয়েতে নিমন্ত্রিত । প্রাক বিয়ের অনুষ্ঠান হোক কিংবা বিয়ে, ফোন নিয়ে যাওয়ার অনুমতি নেই অতিথিদের । এমনকী, সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি শেয়ার না করার জন্য অনুরোধ করা হয়েছে । তবে, অতিথিদের মনোরঞ্জনের জন্য থাকছে উঠের পিঠে চড়ে মরুভূমি ভ্রমণের ব্যবস্থা । রাজস্থানের ঐতিহ্যবাহী পুতুল নাচও থাকছে ।
শনিবার সকালেই পরিবার ও ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রাকে সঙ্গে নিয়ে রাজস্থান উড়ে গিয়েছিলেন কিয়ারা । আর সন্ধ্যায় দিল্লি থেকে বিয়ে করতে রওনা দেন সিদ্ধার্থ মালহোত্রা । সঙ্গে ছিলেন বরের পরিবারও । সোমবার সাত পাকে বাঁধা পড়বেন সিদ্ধার্থ ও কিয়ারা । সূত্রের খবর, ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ে গালা পার্টি, তার আগে রাজস্থানে বিয়েতে হাজির থাকছেন সস্ত্রীক শাহিদ কাপুর, বরণ ধাওয়ান, করণ জোহর, এবং রামচরণের মতো তারকারা ।