রূপকথার দিন আজ। অবশেষে পর্দার প্রেম বাস্তবে মেলতে চলেছে ডানা। আজই চার হাত এক হবে 'শেরশাহ' জুটি ওরফে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর। আজ ৭ ফেব্রুয়ারি, রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় দুর্গে মহাসমারোহে বসেছে সিড-কিয়ারার বিয়ের আসর। বিয়ের অতিথি তালিকাও যেন চাঁদের হাট। খানা পিনাও রয়েছে এলাহি।
নিরাপত্তার চাদরে মোড়া থাকবে সমগ্র বিয়ের অনুষ্ঠান। ৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে তারকা দম্পতির মেহেন্দি ও হলদির অনুষ্ঠান৷ আজ ঘুরবেন সাতপাক। ৮ তারিখ দুর্গ ছাড়বেন দম্পতি। গৌরী খানের সাজানো ৭০ কোটির প্রাসাদপম অ্যাপার্টমেন্টে নতুন সংসার পাতবেন দম্পতি। 'এডিটর জি' বাংলার তরফে তাঁদের অফুরান শুভেচ্ছা।