গোয়া চলচ্চিত্র উৎসবে অঘটন। উদ্বোধনী অনুষ্ঠানে নাচতে গিয়ে পড়ে গেলেন অভিনেতা শাহিদ কাপূর। যদিও তেমন আঘাত লাগেনি তাঁর। পুরো বিষয়টি সামাল দিয়ে কয়েক মুহূর্তের মধ্যে ফের নাচতে শুরু করেন তিনি।
সোমবার থেকে গোয়ায় শুরু হয়েছে ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। সেসময়ই লেদারের কালো পোশাক পরে এবং ছোটো করে কাটা হেয়ারস্টাইলে মঞ্চে পারফর্ম করতে ওঠেন শাহিদ। একাধিক সিনেমার হিট গানে পা মেলাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ পড়ে যান অভিনেতা। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।
অভিনেতা পড়ে গেলেও কোনওরকম অপ্রস্তুত হয়ে পড়েননি তিনি। সঙ্গে সঙ্গে ফের নাচতে শুরু করেন। এমনকি দর্শকরাও তাঁর নামের ধ্ববনি দিয়ে মনোবল বাড়াতে থাকেন। পারফরম্যান্স শেষে ফ্লাইং কিসও দেন।