বলিউডে নতুন জুটি । সিনেমায় প্রথমবার রোম্যান্স করতে দেখা যাবে শাহিদ কাপুর ও কৃতি শ্যাননকে । যন্ত্র ও মানুষের রসায়ন নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবি । সেখানেই রোবট কৃতির সঙ্গে রোম্যান্স করবেন শাহিদ ।
জানা গিয়েছে, ছবির নাম ঠিক হয়নি এখনও । পরিচালনার দায়িত্বে রয়েছেন অমিত জোশী । এটিই তাঁর প্রথম কাজ । ছবিতে রোবট সাজবেন কৃতি। আর শাহিদ হবেন রোবট বিশেষজ্ঞ । রোবট রোম্যান্স দেখবেন দর্শকরা । বলিউডে এই ধরনের গল্প নিয়ে সিনেমা প্রথম । জানা গিয়েছে, ছবির বেশ কিছু দৃশ্যের শুটিং হয়ে গিয়েছে । এখন কিছুদিন শুটিং বন্ধ রয়েছে । আসলে ‘ভেড়িয়া’-র প্রচারে এখন ব্যস্ত কৃতি । তাই সময় দিতে পারছেন না । এই ছবি মুক্তির পর তিনি আবার নতুন ছবির শুটিংয়ে ফিরে যাবেন ।
২৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে কৃতির 'ভেড়িয়া'। এখন অভিনেত্রীর হাতে পরপর কাজ রয়েছে । শাহিদের সঙ্গে নতুন সিনেমার পাশাপাশি ‘গণপথ’ এবং ‘আদিপুরুষ’-এও দেখা যাবে অভিনেত্রীকে । এদিকে, 'আদিপুরুষ' নিয়ে বিতর্কের ঝড় উঠেছে । সইফ আলি খানের 'রাবণ-লুক' নিয়ে শুরু হয়েছে আলোচনা, ছবি মুক্তি পিছিয়েছে । এই পরিস্থিতিতে সম্প্রতি কৃতি জানিয়েছেন, ‘আদিপুরুষ’ নিয়ে তাঁরা সবাই গর্বিত। এই কাজ ইতিহাসের অংশ হয়ে থাকবে। সঠিক ভাবে এর মূল্যায়ন হোক, চাইছেন কৃতি ।