সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) পরবর্তী ছবি 'জওয়ান'। এই ছবির ট্রেলার মুক্তি পাবে বৃহস্পতিবার। তার আগে জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে ( Vaishno Devi) প্রার্থনা করলেন বাদশাহ। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ছবি। যদিও এই ভিডিয়োতে স্পষ্ট নয় শাহরুখের মুখ।
কী দেখা যাচ্ছে ভিডিয়োতে?
ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি গাঢ় নীল হুডি পরেছিলেন শাহরুখ, মাস্কে ঢাকা রয়েছে তাঁর মুখ। তাঁর চারপাশে রয়েছে কড়া নিরাপত্তা। এর মধ্যে দিয়েই হেঁটে যাচ্ছেন কিং খান।
আরও পড়ুন - অবসর বয়সেও কী চাকরি খুঁজছেন ? বাসডিপোতে কেন ফিরলেন শিবাজীরাও ?
সূত্রের খবর, বুধবার চেন্নাইতে 'জওয়ান'-এর একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই বৈষ্ণোদেবীর দর্শন সেরে নিলেন শাহরুখ। এর আগে পাঠান মুক্তির আগেও বৈষ্ণোদেবীর দর্শন করেছিলেন কিং। ফের নয় মাসের মধ্যে দ্বিতীয়বার বৈষ্ণোদেবীতে গেলেন তিনি।