শাহরুখ (Shah Rukh Khan) অনুরাগীদের অপেক্ষার অবসান । মুক্তি পেল 'পাঠান'-এর ট্রেলার (Pathaan Trailer Releases) । ২ মিনিট ৩৪ সেকেন্ডের ট্রেলার অ্যাকশনে ভরপুর । আর চার বছর পর শাহরুখের কামব্যাক হল একেবারে 'পাঠান'-এর মতোই ।
ট্রেলারের প্রথমেই দেখা গেল ডিম্পল কাপাডিয়াকে । তাঁর গলায় আশঙ্কা, ভয় । কারণ, ভারতে হামলার ছক কষেছে এক জঙ্গি সংগঠন । আর তার নেতৃত্বে জন আব্রাহাম । ডিম্পলের কথায়, এই সময় দেশকে উদ্ধার করতে পারে একজনই, 'পাঠান' । এরপরই 'পাঠান'-এর মতো শাহরুখের এন্ট্রি । তাঁর সঙ্গে এই মিশনে হাত মেলাবেন দীপিকাও (Deepika Padukone) । ট্রেলার দেখলে বোঝা যাবে একেবারে অ্যাকশন প্যাকড সিনেমা 'পাঠান' । অ্যাকশন হিরো শাহরুখ আবারও মন জয় করে নিয়েছেন দর্শকদের । পিছিয়ে নেই জনও (John Abraham) । অ্যাকশন করতে দেখা যাবে দীপিকাকেও । সব মিলিয়ে অ্যাকশন-রোম্যান্সে ভরপুর 'পাঠান'-এর মুক্তির অপেক্ষায় দর্শকরা ।
উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত, 'পাঠান' প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২৫ জানুয়ারি । হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে সিনেমা ৷