Pathan Release Today : ৫০ কোটির ব্যবসা ছুঁয়ে আজ শাহরুখের 'পাঠানে'-এর মুক্তি

Updated : Jan 26, 2023 22:03
|
Editorji News Desk

কর্পোরেট পাওয়ার প্লে-তে বক্সঅফিস গুছিয়ে নিয়ে আজ, বুধবার পর্দা উঠছে পাঠানের। চার বছর পর দেশজুড়ে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের এই ছবি। প্রেক্ষাগৃহে আলো নেভার আগেই যা বক্সঅফিসে প্রায় ৫০ কোটির ব্যবসা করে ফেলেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোণ। নেগেটিভ চরিত্রে দেখা যাবে জন অ্যাব্রাহামকে। বেশ কয়েকবছর পর আবার বড় পর্দায় ফিরেছেন ডিম্পল কাপাডিয়া। যিনি এই ছবিতে শাহরুখের মেন্টর। তবে এই ছবিতে সবচেয়ে বড় চমক হতে চলেছে টাইগার সলমন খানের। যাঁকে একটি ছোট্ট চরিত্রে এই ছবিতে দেখা যাবে। ছবি মুক্তির আগের দিন শাহরুখ জানিয়েছেন. তিনি বাড়িতে থাকবেন। গেরুয়া বিকিনি নিয়ে প্রথমবার মুখ খুলেছেন দীপিকাও। এসবের মধ্যেও পুণেতে এই ছবির পোস্টার ছিঁড়েছে বজরং দল। 

এই সিনেমার মুক্তির আগে থেকেই অবশ্য বিতর্ক তৈরি হয়েছে।  বেশরম রং গানের ক্লিপিং মুক্তি পেতেই কাঠগড়ায় তোলা হয় সিদ্ধার্থ আনন্দের এই ছবিকে। বিশেষ করে এই গানের দৃশ্যে নায়িকা দীপিকা পাড়ুকোণের গেরুয়া বিকিনি বিতর্কের ঝড় তোলে। দেশের শাসক দল বিজেপি, এই গান সেন্সরের দাবি তোলে। যদিও এই দাবি তোলার আগেই সোশাল মিডিয়ায় দীপিকার গেরুয়া বিকিনি কোটির ঘরে ছুটতে থাকে।  বিশেষজ্ঞরাও অবাক হন, হিন্দুত্ববাদী রাজনৈতিক দলের এহেন দাবিতে। বিশেষ করে ঘরের বাজারে ছবি মুক্তির আগে শাহরুখ খানের ছবি ঘিরে এত বিতর্ক, তা নিয়েও অনেকে বিস্ময় প্রকাশ করেন। 

শুধু গেরুয়া বিকিনি নয়, প্রচারেও এই ছবির হিরো শাহরুখ এবং ভিলেন জন অ্যাব্রাহামের মধ্যে দূরত্ব লক্ষ করা যায়। মুম্বইয়ে এক প্রচার অনুষ্ঠানে শাহরুখ নিয়ে প্রশ্ন এড়িয়ে যান জন। যদিও গোটা বলিউডের প্রার্থনা চার বছর পর যেন শাহরুখ একটি ছবি হিট দিতে পারেন। ইতিমধ্যেই পাঠানের জন্যে হিটের প্রার্থনা করেছেন অজয় দেবগন। ছবি ব্যান না করে সবাইকে হলে যেতে অনুরোধ করেছেন অক্ষয় কুমার। এমনকী, চার বছর পর শাহরুখকে বড় পর্দায় দেখার জন্য নাকি মুখিয়ে আছেন অমিতাভ বচ্চনও। 

আর মুখিয়ে আছে কলকাতা। সাধারণতন্ত্র দিবস, সরস্বতী পুজোর আগে হলে শাহরুখের সিনেমা। এমন মাহেন্দ্রক্ষণ শেষ কবে হয়েছে মনে করতে পারছে না তিলোত্তমা। একটা টিকিটের জন্য মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিনে গত কয়েকদিনে হাহাকার দেখা গিয়েছে।  কারণ, সবাই অপেক্ষায় ওপেনিং ডে ওপেনিং শো-র। 

Shah Rukh KhanSalman KhanPathanBollywoodDeepika Padukone

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ