‘পাঠান’ দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন বলিউডের কিং ফিরে এসেছে। ‘জওয়ান’ এর পর একথা কার্যত প্রমাণিত সত্য যে বলিউডের কিং একজনই তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। বিশ্বজোড়া প্রশংসা কুড়োচ্ছে শাহরুখ খানের সদ্য মুক্তি প্রাপ্ত ছবি জওয়ান। বক্স অফিসে বিজয়রথ তড়তড়িয়ে ছুটছে। এর মাঝেই সাংবাদিক সম্মেলনে শাহরুখ খান। তাঁকে দেখে বাঁধ ভেঙেছে দর্শকদের আবেগ। এর মাঝেই শাহরুখ বুঝিয়ে দিলেন একা, কেবলই তিনি নন। এই ছবির পিছনে রয়েছে আরও বহু মানুষের ঘাম।
অ্যাটলি কুমার এই ছবির পরিচালক। বিগত ৪ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে , মুম্বইতে দিনের পর দিন থেকে এই ছবি তৈরি করেছেন তাঁরা। দক্ষিণের বহু টেকনিশিয়ানরা মুম্বইতে বাড়ি নিয়ে থেকে এই প্রজেক্টটি শেষ করেছেন, ক্যামেরার পিছনের সেই ম্যাজিশিয়ানদেরও কুর্নিশ জানাতে ভুললেন না কিং খান।