২০১৩ সাল। প্রথমবার রোহিত শেট্টির পরিচালনায় পর্দায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। ছবির নাম 'চেন্নাই এক্সপ্রেস' (Chennai Express)। বিপরীতে দীপিকা পাড়ুকোন। ছবি মুক্তির দীর্ঘ এক দশক কেটে গিয়েছে। আজও মানুষের মুখে মুখে ঘোরে ছবির গান, সংলাপ, বিভিন্ন দৃশ্য। এবার কানাঘুষো শোনা যাচ্ছে, ফের নাকি জুটি বাঁধছেন রোহিত শাহরুখ। আসতে পারে 'চেন্নাই এক্সপ্রেস ২'।
Sudheer Kumar Verma Death: তুনিশার পর ফের আত্মহত্যা এক তরুণ অভিনেতার, বিনোদন জগতে শোকের ছায়া
ছবির 'লুঙ্গি ডান্স' গানটি বেজায় মনে ধরেছিল ৮ থেকে আশির৷বর্তমানে সিদ্ধার্থ মলহোত্রের সঙ্গে ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর জন্য শুটিং করতে করতে পুরনো স্মৃতি উস্কে দিলেন রোহিত। ছবি পোস্ট করে লেখেন 'চেন্নাই এক্সপ্রেসের শ্যুটিং এর দিনের কথা মনে পড়ে যাচ্ছে'। তারপরেই জল্পনার সূত্রপাত তবে কি আসছে 'চেন্নাই এক্সপ্রেস ২'। যদিও এখনও অফিশিয়াল কোনও তথ্যই সামনে আসেনি।