বলিউড সুপারস্টার শাহরুখ খানের সাধের বাড়ি, স্বপ্নের বাড়ি 'মন্নত' । এই বিলাসবহুল বাড়িকে কেন্দ্র করে ভক্তদের উন্মাদনাও কম নয় । 'মন্নত'-এর নীচে প্রায় প্রতিদিনই শাহরুখ ভক্তদের ভিড় । যদি কিং খানকে একবারের জন্য দেখা যায় । এবার সেই বাড়ির নামেই নাকি বদল আসছে ! ব্যাপারখানা কী ?
না । চিন্তা করার কোনও কারণ নেই । বাংলোর নাম মোটেও বদলাননি শাহরুখ । নতুন নেমপ্লেট লাগিয়েছেন ঠিকই । তবে নাম একই আছে । শুধু, ডিজাইনে একটু পরিবর্তন আনা হয়েছে । আগের নেমপ্লেটের তুলনায় অনেক বেশি স্টাইলিশ । শাহরুখ খানের ফ্যানক্লাবের পক্ষ থেকে একটি ছবি শেয়ার করা হয়েছে । সেখানেই নেমপ্লেট বদলের বিষয়টি সামনে আসতেই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় । মহূর্তের মধ্যেই ট্রেন্ড করতে শুরু করে 'মন্নত'।
আরও পড়ুন, Sidharth-Kiara : বলিউডে ফের বিচ্ছেদ, প্রেম ভাঙল সিদ্ধার্থ-কিয়ারার !
আগেও একাধিকবার মন্নতের নেমপ্লেট বদলেছে । একসময় বাদামি রঙের একটি প্লেটে সাদাকালোয় লেখা ছিল শাহরুখের বাড়ির নাম । এরপর কোনওবার কালো প্লেটে সাদা দিয়ে , আবার কোনওবার কালো প্লেটে সোনালি রঙ ব্যবহার করে লেখা হয়েছিল মন্নত...ল্যান্ডস এন্ড (Mannat...Lands End)। আর বর্তমানে যে নেমপ্লেটটি কিং খান বেছে নিয়েছেন, তাতে রুপোলি প্লেটের উপর লম্বাভাবে লেখা হয়েছে বাড়ির নাম । এই নতুন নেমপ্লেট ভক্তদের বেশ পছন্দ হয়েছে । তবে, অনেকের আবার আগের নেমপ্লেটই ছিল পছন্দের ।
শাহরুখ খানের এই বাড়িটির নাম একসময় ছিল 'ভিলা ভিয়েনা' । সেইসময় বাড়ির মালিক ছিলেন নারিমান দুবাস নামে এক গুজরাটি ব্যক্তি । তাঁর থেকেই এই বাড়িটি পরে কিনে নেন শাহরুখ খান । তারপর থেকে 'ভিলা ভিয়ানা' হয়ে ওঠে 'মন্নত' । এই বাড়ির দাম এখন ২০০ কোটি টাকা ।
মুক্তির অপেক্ষায় রয়েছে শাহরুখ খানের আগামী ছবি 'পাঠান' । সম্প্রতি, রাজ কুমার হিরানির সঙ্গেও কাজ শুরু করেছেন শাহরুখ । পরিচালকের 'দুনকি' ছবিতে অভিনয় করবেন তিনি ।