রীতিমতো উৎসব চলছে দেশজুড়ে। ভারতের বিশ্বজয়ের পথে বাকি আর মাত্র একটা ধাপ। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস দেখতে সেদিন ওয়াংখেড়েতে বসেছিল চাঁদেরহাট। সেই মহাযজ্ঞে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম।
ম্যাচ শেষের পর ডেভিডকে দেখা গেল কিং- এর বাড়িতে। বেকহ্যামের জন্য একটি বিশেষ পার্টির আয়োজন করেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। একটি ভিডিও অনলাইনে ঘুরে বেড়াচ্ছে, যাতে দেখা যাচ্ছে একটি গাড়ি চুপচাপ মান্নাতে আসছে, আর পিছনের সিটে বসে আছেন বেকহ্যাম।
মায়ানগরী ছাড়ার আগে, ফ্লাইটের ঠিক কয়েক ঘণ্টা আগে কিং খানের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান কিংবদন্তি ফুটবলার।
ICC Cricket World Cup : তোমাকে বড্ড মিস করছি... ফাইনালের আগে কার উদ্দেশে লিখলেন মহম্মদ সিরাজ
পার্টিতে ডেভিড বেকহ্যাম অতিথি তালিকায় থাকা বেশ কয়েকজন বলিউড তারকার সঙ্গে দেখা করেন। মালাইকা অরোরা, অর্জুন কাপুর, সঞ্জয় কাপুর, শানায়া কাপুর, মাহিপ কাপুর, কারিশমা কাপুর, স্ত্রী মীরা রাজপুতের সাথে শাহিদ কাপুর, রিতেশ সিধওয়ানি, ইশা আম্বানি এবং তার ভগ্নিপতি শ্লোকা আম্বানি এবং স্ত্রী শিবানী আখতারের সাথে ফারহান আখতার ছিলেন উপস্থিত।