তিনি বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। কাশ্মীর থেকে কন্যাকুমারী তাঁর অগণিত ভক্ত। ৪ বছর পর পর্দায় ফিরলেও বাদশার জনপ্রিয়তায় যে বিন্দুমাত্র ভাটা পড়েনি, তার জলজ্যন্ত উদাহরণ 'পাঠান' (Pathaan)৷ শাহরুখ 'মন্নত' থেকে একটিবার হাত নেড়ে দিলেই কত ভক্তদের যে ঘুম ওড়ার জোগাড় হয় তার ইয়ত্তা নেই৷ তাঁকে একটিবার ছোঁয়ার স্বপ্নে কত মহিলা ভক্ত বিভোর৷ কিন্তু এতদিন পর্যন্ত কোনও মহিলা ভক্ত তাঁর ধারেকাছে আসার চেষ্টা করলেই তাড়া খেত শাহরুখের পুরুষ দেহরক্ষীদের থেকে, যা ভালোলাগেনি বাদশার। তাই এবার মহিলা ভক্তদের সুরক্ষা এবং নিরাপত্তার দিক ভেবে মহিলা দেহরক্ষী রেখেছেন শাহরুখ।
সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি, পুরুষ দেহরক্ষীদের আচরণ মোটেই ভালো লাগে না তাঁর। তাই মহিলা ভক্তরাও যাতে তাঁর সঙ্গে হাত মেলাতে বা তাঁকে একটি বার ছুঁয়ে দেখতে অস্বস্তি বোধ না করে তাই-ই এই ব্যবস্থা৷