শাহরুখ জ্বরে কাঁপছে গোটা দেশ । বুধবার মধ্যরাত থেকেই বিভিন্ন সিনেমাহলের বাইরে শাহরুখ অনুরাগীদের ভিড় । 'জওয়ান'-এর ফার্স্ট ডে ফার্স্ট ডে শো (Jawan First Day First Show) মিস করা যাবে না কোনও ভাবেই । বাদশার সিনেমা বলে কথা । এদিন, ভোর থেকেই দেশের বিভিন্ন সিনেমাহলে বেশিরভাগ শো হাউসফুল । মুম্বইয়ের বিখ্যাত সিনেমা হল ‘গেইটি গ্যালাক্সি’-তেও একই ছবি ।
বুধবার রাত থেকেই গ্যালাক্সির বাইরে ভিড় করেছেন অনুরাগীরা । যেন এক উৎসবে মেতেছে মুম্বইবাসী । ছেলে থেকে মেয়ে, হলের বাইরে ড্রাম বাজিয়ে জমিয়ে নাচলেন সকলে, সেইসঙ্গে বারবার একটাই ধ্বনি শাহরুখ, শাহরুখ (Jawan Released) । যাকে বলে কিং খান ক্রেজ । সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ভিডিও ।
ভিডিওতে কোথাও দেখা গেল, শাহরুখ খানের ছবি দেওয়া টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছেন অনুরাগীরা । কারও হাতে আবার উই লাভ শাহরুখ লেখা ব্যানার । বোঝা যাচ্ছে, ৫০ পেরিয়ে গেলেও শাহরুখ ম্যাজিক এতটুকুও ফিকে হয়নি । বরং, শাহরুখ ম্যাডনেস যেন দিন দিন বাড়ছে ।