দিন কয়েক আগেই অটোতে চেপে মায়ানগরীতে ঘুরেছিলেন নবাবকন্যা সারা আলি খান। এবার অভিনেত্রীকে দেখা গেল বান্দ্রার রাস্তায় কেনাকাটা করতে। এমনকি বিক্রেতাদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে মুহূর্তেই। যা দেখে ভক্তদের মন মজেছে। অনেকে অভিনেত্রীর সরলতার প্রশংসাও করেছেন।
ভিডিয়োতে দেখা গিয়েছে রোজের ব্যস্ত দিনের মতোই বান্দ্রায় রাস্তার ধারের দোকানগুলোতে সাধারণ মানুষ কেনা-বেচা করছেন। সেই সময় হঠাৎ দেখা যায় অভিনেত্রী সারা আলি খানকে। তিনিও সেখানে শপিং করছেন।
আরও পড়ুন - মা হতে চলেছেন ক্যাট সুন্দরী! জন্মদিনের আগে স্ত্রীকে নিয়ে কোথায় উড়ে গেলেন ভিকি?
ঘুরে দেখছেন জামাকাপড়ের পসরা। যা দেখে অবাক দোকানদাররা। আবার সারাকে কথাও বলতে দেখা গেল এক দোকানদারের সঙ্গে। তাঁর পরনে ছিল কালো রংয়ের শর্টস ও টপ, আর কাঁধে ঝুলছিল ব্যাগ।