তিনি নবাব কন্যা, অথচ চাল চলনে বিন্দুমাত্র নবাবীয়ানা নেই তাঁর। বরং মাটির কাছাকাছি থাকতেই পছন্দ করেন অভিনেত্রী সারা আলি খান। বাড়িতে মার্সিডিজের মতো বাহন থাকতেও অটোয় চড়ে মায়ানগরী ঘুরে বেড়ালেন অভিনেত্রী। কোনওরকম সিনেমার প্রচার নয়। নিছকই বন্ধুর সঙ্গে সময় কাটাতে একেবারে তারকার খোলস ছেড়ে বেরিয়ে পড়লেন তিনি। নিত্যদিন বান্দ্রায় জিম করতে যান অভিনেত্রী, গাড়ি রেখে অটো করেই গেলেন সেখানে। তাঁর সারল্যে খুশি অনুরাগীরা।
Shahrukh Khan: 'হ্যান্ডসাম নন, অভিনয়ও জানেন না', কিং খানকে নিয়ে করা পাক অভিনেত্রীর মন্তব্যে সমালোচনার ঝড়
দিন কয়েক আগেই কলকাতায় এসেছিলেন অভিনেত্রী। সবুজ রঙের একটি স্লিভলেস চুড়িদার পরে সোজা চলে যান বলরাম মল্লিক রাধারমন মল্লিকে । মিষ্টিমুখ সেরেই অভিনেত্রীর নজর পড়ে ফুচকার দিকে। রাস্তায় দাঁড়িয়েই একটার পর একটা ফুচকাও খান তিনি। কখনও বা ভক্তির টানে বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসেন। কার্যতই চকাচক গার্ল চলেন নিজের মর্জি মাফিক। জারা হাটকে জারা বাচকে' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল ও সারা আলি খান , ছবিতে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়