ওটিটি-তে আসছেন। ঘোষণা হয়ে মাত্র কয়েক ঘণ্টা আগে। সামনে এসেছে তাঁর পরিচালিত প্রথম ছবির ঝলক। এর মধ্যেই ফের বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ। বাজিরাও মস্তানি থেকে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি, প্রতিটি ছবি ক্ষেত্রেই এই একই অভিযোগে বিদ্ধ হয়েছিলেন তিনি। তাই হীরামণ্ডীও ব্যতিক্রম হল না। সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ, চিত্রনাট্যে চমক দিতে গিয়ে ইতিহাসকে বিকৃত করেছেন। পরিচালক পাল্টা জানিয়েছেন, এবারও পুরো তথ্য জেনেই ছবি তৈরি করা হয়েছে। বাকিটা তাঁর কল্পনা।
লাহোরের প্রেক্ষাপটে এক গণিকা পল্লী। সেখানেই থাকেন ছয় রানি। এই প্রেক্ষাপটেই বনশালির হীরামণ্ডী। এই অভিযোগের পর তিনি জানিয়েছেন, ওই সময়ে গণিকার সাজ-পোশাক থেকে শুরু করে আদব-কায়দা, সব কিছুর রিসার্চ করেই তিনি কাজ শুরু করেছেন। কারণ, সিনেমার স্বার্থে কোনও তথ্যের সঙ্গে আপোস করতে চান না। কারণ, এই সিনেমার সঙ্গে তাঁর আবেগ জড়িয়ে আছে।
আট এপিসোডের এই সিরিজ খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে। বনশালির দাবি, এই সিরিজ তৈরির জন্য গত ১৪ বছর ধরে তিনি কাজ করছেন। এমনকী প্রতিটি তথ্য সম্পর্কে গবেষণাও করেছেন।