অ্যাকশন সিন শ্যুট করতে গিয়ে গুরুতর আহত সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, থাইল্যান্ডে (Thiland) 'ডাবল ইস্মার্ট' ছবির শ্যুটিং চলছিল। সেই সময়েই তরবারি যুদ্ধের দৃশ্য শ্যুট করতে গিয়েই আহত হন অভিনেতা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেশ কয়েকটা সেলাই পড়ে তাঁর মাথায়।
আরও পড়ুন - দু বাহু খুলে চেনা ঢঙে কিং খান, ৯০ দশকের স্মৃতি ফেরালেন শাহরুখ-নয়নতারা
যদিও আঘাত পাওয়ার পরে শ্যুটিং বন্ধ রাখেননি সঞ্জু বাবা। ওই দিন বিশ্রাম নিয়েই পরদিন থেকে ফের শ্যুট শুরু করেন তিনি। জগন্নাথ পুরীর পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। সব ঠিক থাকলে ২০২৪ সালের মার্চ মাসে মুক্তি পাবে এই ছবি