কলকাতার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সঙ্গে আর্থিক প্রতারনার অভিযোগে সলমন খানের নায়িকা অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। এই মামলায় সোমবার দুপুরে আইনজীবী সঙ্গে নিয়ে শিয়ালদহের আদালতে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী জারিন খান। তাঁকে দেখে তখন স্তব্ধ সবাই। মামলার শুনানি চলাকালীন ঠায় নায়িকা দাঁড়িয়ে ছিলেন এজলাসে। পরে অন্তর্বর্তী জামিন পেয়ে মুক্ত হন তিনি।
Kiff 2023: চলচ্চিত্র উৎসবের আজ শেষদিন, সন্ধেয় দেশি-বিদেশি ছবির তালিকা থেকে বিজয়ীর নাম ঘোষণা
উল্লেখ্য, ২০১৮ সালে উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার ৬টি কালীপুজোর উদ্বোধন করার চুক্তি করে ১২ লক্ষ টাকা অগ্রিম নিয়েছিলেন অভিনেত্রী জারিন খান।
২০১৮ সালে কলকাতায় নির্ধারিত একটি শোতে উপস্থিত না হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল ওই ইভেন্ট ম্যানেজমেন্ট টিম। জারিনের প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।