জানুয়ারিতে কলকাতায় আসার কথা ছিল। অবশেষে শহরে আসছেন সলমন খান। মে মাসে ইস্টবেঙ্গল মাঠে পারফর্ম করবেন ভাইজান। সেই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। সম্প্রতি ই-মেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সলমন খানকে। তাই এই অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তা মোতায়েন করা হবে।
'ইস্টবেঙ্গল মাঠে বহু প্রতীক্ষিত 'দাবাং' কনসার্টের সাক্ষী থাকবে তিলোত্তমা। এই অনুষ্ঠানে পারফর্ম করবেন অভিনেত্রী পূজা হেগ, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, পপস্টার গুরু রন্ধাওয়া।
জানা গিয়েছে, ১২ মে কলকাতায় আসবেন সলমন খান। সূত্রের খবর, ওই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য সময়ও চেয়েছেন সলমন খান।