৬ বছর পর আবার টাইগারের কামব্যাক । তবে, এবার দেশের এক নম্বর শত্রু হয়ে ফিরছেন সলমন খান (Salman Khan) ! বুধবার সকাল সকাল সেরকমই বার্তা দিল টাইগার । তবে, তিনি গদ্দার নাকি দেশভক্ত, এবার সেই জবাব তাঁর ছেলেকে দেবে দেশ । অর্থাৎ বোঝা যাচ্ছে, বাবা-ছেলের সম্পর্কও উঠে আসবে সিনেমায় । নিজেকে প্রমাণ করতে আবারও লড়বে টাইগার । যশ চোপড়ার জন্মবার্ষিকীর দিন টাইগার-থ্রি-এর টিজার (Tiger 3 Teaser Releases) প্রকাশ্যে আনলেন নির্মাতারা ।
গোটা টিজার জুড়ে রয়েছে টাইগারের মেসেজ । সেইসঙ্গে নজরে এল ভরপুর অ্যাকশন । ধামাকাদার টিজারে শোনা গেল সলমনের মুখে তীক্ষ্ণ সংলাপ...যব তক টাইগার মারা নেহি, তব তক হারা নেহি । বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, যতক্ষণ টাইগার বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত হারবে না ।.
আরও পড়ুন, Yash-Nusrat: অল গুড ! ভিক্টোরিয়াকে সাক্ষী রেখে ডেট নাইটে যশ-নুসরত
টিজারের প্রথমেই টাইগার-কে বলতে শোনা গেল, '২০ বছর নিজের সবকিছু ভারতকে রক্ষা করেছি । বদলে কিচ্ছু চাইনি। কিন্তু আজ চাইছি। আজ আপনাদের সবাইকে বলা হচ্ছে টাইগার গদ্দার। দেশের সঙ্গে গদ্দারি করেছে। আমি আপনাদের শত্রু। ২০ বছর সার্ভিস দেওয়ার পর আমি ভারতের থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট চাইছি।'
হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় ১০ নভেম্বর মুক্তি পাবে টাইগার থ্রি । সলমনের সঙ্গে সিনেমায় দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও ইমরান হাসমিকে । ক্যামিও রোলে দেখা যাবে শাহরুখ খানকে । এখানে ইমরান নেগেটিভ রোলে অভিনয় করছেন । উল্লেখ্য, এর আগে ২০১২ সালে মুক্তি পেয়েছিল এক থা টাইগার। ৫ বছর পর ২০১৭ সালে আসে টাইগার জিন্দা হ্যায় । এবার যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স আনছে টাইগার ফ্র্যাঞ্জাইজির তৃতীয় পার্ট ।