রবিবাসরীয় আমেজে চমক দিলেন সলমন খান (Salman Khan)। একটি মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে সুখবর জানালেন তিনি। যা দেখে রীতিমতো চক্ষুচড়কগাছ হয়ে গিয়েছে ভাইজানের ভক্তকূলের।
কী পোস্ট করেছেন ?
সলমন একটি ছবি পোস্ট করেছেন। সেখানে একজন মহিলাকে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছেন। আর তাঁর কাঁধে হাত দিয়ে রেখেছেন সলমন খান। দুজনের পরনেই সাদা পোশাক। যেখানে লেখা ২৭/১২। মেয়েটির মুখ না দেখা গেলেও ছবির মধ্যে লেখা, 'আগামীকাল আমার ভালোবাসার ছোট্ট একটি নিদর্শন শেয়ার করব।' আর এই পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'তোমার পিছনে সবসময় আমি আছি।'
আরও পড়ুন - ভারতীয় বায়ুসেনা দিবসে মুক্তি পেল 'তেজস'-এর ট্রেলার, নয়া অবতারে কঙ্গনা
যে পোস্ট দেখে রীতিমতো হইহই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্নও উঠেছে একাধিক। কেউ মনে করছেন ব্যাচেলরহুড ঘোচাতে চলেছেন সলমন। কেউ আবার ভাবছেন নতুন ফিল্মের প্রোমোশন। আবার কারও মনে হচ্ছে বলিউডে নতুন কোনও মুখকে লঞ্চ করছেন তিনি। যদিও এইসব প্রশ্নের উত্তর যে আগামীকালই পাওয়া যাবে সে কথা নিশ্চিত করেছেন সল্লু।