সলমন খানের নতুন লুক (Salman Khan's New Look ) নিয়ে জোর চর্চা শুরু হয়েছে । বলিউডে এখন এটাই হট টপিক । সম্প্রতি, একটি রেস্তরাঁয় পার্টিতে গিয়েছিলেন সলমন । সেখানেই দেখা গেল অভিনেতার নতুন লুক । মাথা ন্যাড়া, কালো ট্রাউজার, কালো শার্টে নজর কাড়লেন । উল্লেখযোগ্য বিষয়, যে চুল নিয়ে সলমন এত স্পর্শকাতর, সেই চুলের স্টাইল বদলে ফেলেছেন সলমন (Salman Khan) । প্রায় ন্যাড়া হয়ে গিয়েছেন অভিনেতা । নতুন লুকের পিছনে কি নতুন কোনও প্রোজক্ট নাকি অন্য কিছু ? শুরু হয়েছে জোর জল্পনা ।
সলমনের নতুন লুকের ভিডিও ভাইরাল হতেই, অনেকে অনেকরকম প্রতিক্রিয়া দিয়েছেন । অনেকে মনে করছেন, তেরে নাম ২ কিংবা সুলতান ২- এর জন্য নতুন লুকে ধরা দিয়েছেন সলমন । আসলে, এই দুই ,সিনেমাতেই সলমনকে ন্যাড়া লুকে দেখা গিয়েছিল । আবার অনেকে বলছেন বিষ্ণুবর্ধন ও করণ জোহরের পরবর্তী প্রোজেক্টের জন্য লুক টেস্ট চলছে । আবার কেউ লিখলেন, চুল ছাড়াও ওঁকে হ্যান্ডসাম লাগছে... কিছু মানুষকে সুন্দর দেখানোর জন্য চুলেরও প্রয়োজন পড়ে না।
আরও পড়ুন, Tele Serial Jagadhatri : 'জগদ্ধাত্রী'-তে চরম শত্রু, কিন্তু বাস্তবে কেমন সম্পর্ক কৌশিকী-দিব্যার ?
উল্লেখ্য, ২০২১ সালের 'সা রে গা মা পা' অনুষ্ঠানে এসে নিজের ছবির জন্য মাথা ন্যাড়া করার প্রসঙ্গে একটা গল্প বলেছিলেন সলমন । তিনি বলেন,'বেশি মানুষ জানেন না তবে 'তেরে নাম' ছবিতে আমার লুকের পিছনে একটা গল্প আছে। ছবির প্রযোজক, সুনীল মনচন্দা, আমার খুব কাছের বন্ধু, আমার কাছে এই প্রস্তাব আনেন আমি তখন অন্য ছবির শ্যুটিং করছিলাম। তিনি বলেন যে আমার চরিত্রের প্রয়োজনে আমাকে মাথা ন্যাড়া করতে হবে। যেহেতু আমি অন্য একটা ছবিতে কাজ করছিলাম তাই খুব নিশ্চিত হতে পারিনি।
সলমন আরও বলেন, 'আমার এখনও মনে আছে একদিন আমার প্রবল জ্বর, আর ওই অন্য ছবির পরিচালক বারবার আমাকে শ্যুটে আসতে বলছিলেন। বিরক্ত হয়ে, আমি বাথরুম যাই, আর পুরো মাথা কামিয়ে ফেলি।'