সলমন খানকে হুমকি মেলের পরই বাড়ানো হল নিরাপত্তা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সলমনকে সরাসরি খুনের হুমকি দেন লরেন্স বিষ্ণোই। সেই সাক্ষাৎকারে 'ভাইজান'-কে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এরপরই সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ।
পুলিশ সলমনের বাড়ির বাইরে অনুরাগীদের জমায়েত নিষিদ্ধ করেছে। ২৪ ঘণ্টা পাহারায় থাকছেন ২ জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর ও ৮-১০জন কনস্টেবল।শনিবার বান্দার থানায় ভারতীয় দন্ডবিধির ৫০৬ (২), ১২০ বি ও ৩৪ নম্বর ধারায় লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার, ও আরও একজনের বিরুদ্ধে সলমনকে প্রাণনাশের হুমকি দেওয়ায় মামলা দায়ের করা হয়েছে।
সলমন খানের ম্যানেজমেন্ট সংস্থার প্রধান প্রশান্ত গঞ্জালকর পুলিশকে জানিয়েছেন, রোহিত গর্গ নামে একটি আইডি থেকে সলমন খানকে হুমকি মেল পাঠানো হয়েছে।