রবিবার এক রহস্যময়ীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন সলমন খান। যা দেখে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। এমনকী, সলমনের বিয়ে নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল । ভাইজান জানিয়েছিলেন খুব শীঘ্রই তিনি সুখবর জানাবেন। জানালেনও । সোমবার আরও একটি পোস্ট করেছেন সলমন খান। সেখানেই সেই রহস্যময়ীর সঙ্গে পরিচয় করালেন ভাইজান ।
ভাইজানের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছেন যে রহস্যময়ী, তাঁর নাম আলিজা অগ্নিহোত্রী । সলমনের পোশাক ব্র্যান্ড বিং হিউম্যানের মহিলাদের পোশাক কালেকশনের মুখ আলিজা । শুধু তাই নয়, আলিজা কিন্তু আসলে, সলমনের ভাগ্নি ।
আরও পড়ুন - গার্লফ্রেন্ডের সঙ্গে ছবি! সলমনের পোস্ট ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায়
সোশ্যাল মিডিয়ায় দু'টি ছবি পোস্ট করেছেন সলমন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে সলমন এবং আলিজা দুজনেই একই রকম ডেনিমের শার্ট এবং জিন্স পরে রয়েছেন। অন্য ছবিতে দুজনেই কালো পোশাক পরে রয়েছেন। ভাইজান আদুরে এই দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'বেঁচে থাকার মধ্যেই রয়েছে ভালবাসা আর যত্ন। আমরা আমাদের হয়েই আছি। আলিজা রয়েছে মহিলাদের পোশাকের সম্ভারে।'