শনিবার ভারত-পাক (India VS Pak) মহারণ। অষ্টম বার জয়ের আশায় বুক বাঁধছে গোটা দেশ। তার আগে নয়া চমক। ম্যাচ শুরুর ২৪ ঘন্টা আগে স্টার স্পোর্টস ইন্ডিয়ার তরফে প্রকাশ্যে আনা হল নয়া প্রমো। এই প্রোমোতেই দেখা যাচ্ছে ম্যাচে স্কার্ফ গলায় জড়িয়ে অতিপরিচিত টাইগার (Tiger) লুকে উপস্থিত হয়েছেন বলিউডের ভাইজান সলমন খান (Salman Khan)।
ল্যাপটপের সামনে বসে পর্দার অবিনাশ সিং রাঠোরকে বলতে শোনা গেল, 'এই ১১ টাইগারের সবথেকে বড় মিশন। গত সাতবার জয়ের পর আট নম্বর জয়ের জন্য কড়া প্রতিদ্বন্দ্বিতায় নামবে ভারত-পাকিস্তান। যার অপেক্ষায় রয়েছে টাইগার আর গোটা হিন্দুস্তান।' যে প্রোমো দেখে রীতিমতো উচ্ছ্বসিত ভাইজানের ভক্তকূল।
আরও পড়ুন - মুক্তি পেল টিজার, শ্যাম মানেকশ-র ভূমিকায় অনবদ্য ভিকি
আগামি ১৬ই অক্টোবর মুক্তি পেতে চলেছে সলমন-ক্যাটরিনার 'টাইগার ৩' ট্রেলার। তার আগেই বিশেষ প্রমোশন ভাইজানের। এই প্রথম নয়, খেলার মাঠে নিজের ছবির প্রচার করার রীতি বহু আগের। ২০২২ সালের বিশ্বকাপ ম্যাচে গিয়ে নিজের ফিল্ম 'পাঠান'-এর প্রমোশন সেরেছিলেন বলিউডের কিং শাহরুখ খান। এবার ওই একই পথ বেছে নিলেন সলমনও।