ফের হুমকি চিঠি পেলেন বলিউডের ভাইজান। সলমন খান (Salman Khan) এবং তাঁর বাবাকে ওই চিঠিতে খুনের হুমকি(Death threat) দেওয়া হয়েছে। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে মুম্বইয়ের বান্দ্রা থানায় অভিযোগ জানানো হয়েছে।
প্রতিদিন প্রাতঃভ্রমণে বের হন সলমন খানের বাবা সেলিম খান(Selim Khan)। রবিবারও তার অন্যথা হয়নি। সকালে হাঁটাহাঁটির মাঝে একটি জায়গায় বসে বিশ্রাম নেন তিনি। ওই জায়গা থেকেই হুমকি চিঠিটি পাওয়া গিয়েছে। চিঠিতে কারও নাম নেই। ওই চিঠিতে সলমন খান এবং তাঁর বাবাকে খুনের হুমকি(Salman Khan gets death threat) দেওয়া হয়। চিঠিতে লেখা হয়, “সিধু মুসেওয়ালার মতো পরিণতি হবে।” বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুম্বইয়ের বান্দ্রা থানায়(Bandra Police Station) এফআইআর(FIR) দায়ের করা হয়েছে। সলমনকে পাঠানো হুমকি চিঠির সঙ্গে সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে(Sidhu Moosewala Murder Case) জড়িত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের(Lawrence Bishoi) যোগ রয়েছে কিনা পুলিশ খতিয়ে দেখছে।
উল্লেখ্য, ২০১৮ সালে লরেন্স বিষ্ণোই সলমনকে খুনের হুমকি দিয়েছিল। সেই সময় ‘রেস ৩’ ছবির(Race 3 Cinema) শুটিং চলছিল। লরেন্সের এহেন হুমকির পরই তা সাময়িক বন্ধ হয়ে যায়। আসলে কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডে সলমনের নাম জড়ানোতেই লরেন্সের ক্ষোভ তৈরি হয়েছিল। যোধপুরের(Jodhpur) যে সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার হরিণ পূজনীয়, সেই সম্প্রদায়েরই প্রতিনিধি ছিল লরেন্স। একইভাবে যোধপুরে শুটিং করতে দিয়ে লরেন্সের রক্তচক্ষুর কবলে পড়েছিলেন মিকা সিংও(Mika Singh)। সেই কারণে তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছিল।